করোনাকালেও দেশের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়নি
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেল পরিণত হয়েছে। সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। বিদেশে গিয়ে এখন আর চিকিৎসা নিতে হয় না। দেশেই সব ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১ নভেম্বর) দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভারত সরকারের দেওয়া উপহার আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
হুইপ ইকবালুর রহিম বলেন, করোনাকালেও দেশের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়নি এবং দেশে চিকিৎসাসেবা পিছিয়ে যায়নি। দেশের মানুষের উন্নত জীবন গড়াই শেখ হাসিনার লক্ষ্য।
এ সময় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নজমুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পারভেজ সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএআর