মেয়রের বিরুদ্ধে মামলা : প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
রোববার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার পর থেকে শহরের কলাতলী, সুগন্ধা, বাস টার্মিনাল, বাজারঘাটা, হলিডে মোড়সহ কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষাভকারীরা। এতে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া জেলার উখিয়া, মহেশখালীসহ কয়েকটি উপজেলা শহরেও বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কক্সবাজার জেলা পুলিশ কাজ করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।
জানা যায়, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী শাহেদের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন।
এ বিষয়ে শাহেদ আলী শাহেদ বলেন, কক্সবাজারের গণমানুষের নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা কখনো মেনে নেওয়ার নয়। অন্যায়ভাবে মামলায় তাকে আসামি করা হয়েছে। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে এ মামলা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কক্সবাজারকে অচল করে দেওয়া হবে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নে বাধা সৃষ্টি করতে কুচক্রী মহল মামলায় মেয়রকে আসামি করেছে, যা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
এর আগে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মুনাফ সিকদারের বড় ভাই মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় মেয়র মুজিবুর রহমানকে আসামি করা হয়।
উল্লেখ্য, গেল বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুনাফ সিকদারসহ দুজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুনাফ সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মুনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী। আহত অপরজন হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২২)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, মামলা হওয়ার খবরে কিছু জায়গায় অবরোধ করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে।
মুহিব্বুল্লাহ/এনএ/জেএস