মমেকে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ময়মনসিংহের দুজন ও নেত্রকোনার একজন রয়েছেন।
রোববার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
বিজ্ঞাপন
মৃতরা হলেন- ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার নূর হোসেন (৮০), ফুলপুরের শাহিদা আক্তার (৪৫) ও নেত্রকোনা বারহাট্টা উপজেলার জাহেরা খাতুন (১০০)।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১০৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল।
ডা. মুন জানান, করোনা ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ ৫৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন একজন। এ ছাড়া সুস্থ হয়ে ছয়জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪টি নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৫২১ জন।
উবায়দুল হক/এসপি