কুমিল্লায় সহিংসতা: আজ ফের আদালতে তোলা হচ্ছে ইকবালকে
কুমিল্লা নগরের নানুয়াদিঘির পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনের ৭ রিমান্ড আজ শুক্রবার শেষ হচ্ছে। শুক্রবার (২৯ অক্টোবর) ফের আদালতে তোলা হবে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনকে। আদালতের নিকট আরও ৭ দিনের রিমান্ড আবেদন করবে সিআইডি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির কুমিল্লা ও নোয়াখালী বিভাগের বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। তিনি জানান, ইকবালসহ চারজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই আমরা শুক্রবার আদালতের নিকট আরও ৭ দিনের রিমান্ড আবেদন করব।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার জন্য আমরা সিআইডির পাঁচ সদস্যের কমিটি গঠন করেছি। তারাই আসামিদের জিজ্ঞাসাবাদ করছে। আশা করি দ্রুত সময়ে মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে। রিমান্ড শেষে প্রেস ব্রিফিং করে বিস্তারিত বলা হবে।
কোরআন অবমাননার মামলায় গত ২৩ অক্টোবর প্রধান অভিযুক্ত ইকবাল, নগরী দারোগাবাড়ি মাজারের দুই খাদেম ফয়সাল, হুমায়ুন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানানো ইকরামের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৫ অক্টোবর এই মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। সেদিন মধ্যরাতেই জিজ্ঞাসাবাদের পর ইকবালকে সঙ্গে নিয়ে দারোগাবাড়ি মাজার এলাকা থেকে মূর্তির গদাটি উদ্ধার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মো. মনির আহমেদ জানান, কুমিল্লায় কোরআন অবমাননা, পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও খুনের ঘটনায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়াদীঘির পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে। এ হামলা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি জেলায়।
অমিত মজুমদার/এমএসআর