এখনো পানির নিচে ১০ ট্রাক, উদ্ধার অভিযান স্থগিত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। টানা সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযানের পর বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে এখনো পদ্মায় ১০টি ট্রাক ডুবে আছে। এর মধ্যে ফেরির ভেতরে রয়েছে পাঁচটি ট্রাক।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি আমানত শাহ ডুবির পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ হামজা। রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে।
বিজ্ঞাপন
এই সময় ফেরির ভেতর থেকে চারটি ট্রাক উদ্ধার করা হয়। এছাড়া ডুবে যাওয়া পাঁচটি ট্রাক শনাক্ত করে রাখা হয়েছে। ফেরির ভেতরে রয়েছে আরও পাঁচটি ট্রাক। বৃহস্পতিবার (২৮ অক্টৈাবর) সকাল থেকে পুনরায় ট্রাকগুলো উদ্ধারে অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।
সোহেল হোসেন/আরএআর