লালমনিরহাট সদর উপজেলার ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দেয়া হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) স্বেচ্ছাসেবী সংগঠন 'ডু সামথিং ফাউন্ডেশন'র উদ্যোগে লালমনিরহাট পৌরসভার শেখ রাসেল শিশু পার্কে লালমনিরহাট উপজেলার বিভিন্ন গ্রামের ২০ জন প্রতিবন্ধীর মাঝে চেয়ারগুলো বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, ২০১৩ সালের জরিপ অনুযায়ী এ জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংখ্যা অনেক। সরকারিভাবে বিভিন্ন সহায়তা তাদের দেওয়া হচ্ছে। এর পাশাপাশি 'ডু সামথিং ফাউন্ডেশন'র এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।'

হুইল চেয়ার বিতরণ প্রসঙ্গে 'ডু সামথিং ফাউন্ডেশন'র স্বেচ্ছাসেবক আব্দুর রহিম জানান, আমরা কয়েকদিন ধরে তালিকা করেছি। যাদের সত্যিকার অর্থে হুইল চেয়ার প্রয়োজন তাদেরই হুইল চেয়ার দিয়েছি। অর্থাভাবে হুইল চেয়ার ক্রয় করতে পারছেন না এমন ২০ জনকে প্রদান করা হয়েছে।

বাংলাদেশি কানাডিয়ান সিটিজেনদের সৌজন্যে হুইল চেয়ার বিতরণ প্রোগ্রাম বাস্তবায়ন করা হয় বলেও জানান আব্দুর রহিম।

আলকামা/এমএএস