ভোটের আগেই মারা গেলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী
নেত্রকোনায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থী। রোববার (২৪ অক্টোবর) দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মারা যান।
মারা যাওয়া চেয়ারম্যান প্রার্থী হলেন মো. মোস্তফা-ই-কাদের। তিনি জেলার সদর উপজেলার ১২ নম্বর মদনপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান।
বিজ্ঞাপন
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামের বাসিন্দা মোস্তফা ই কাদের। তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং একপর্যায়ে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
রোববার সকালে হঠাৎ করে তিনি স্ট্রোক করলে পরিবারের লোকজন দ্রুত তাকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ অবস্থায় দুপুর ২টার দিকে ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং মদনপুর এলাকার বাসিন্দা মুজিবুল আলম হিরা জানান, রোববার বাদ মাগরিব মদনপুরে অবস্থিত হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (র.) মাজার প্রাঙ্গণে প্রথম জানাজা, কেন্দুয়ার বেখৈরহাটি এন কে উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং নন্দীপুর গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যেহেতু মদনপুর ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন, সেহেতু ওই ইউনিয়নে ১১ নভেম্বর শুধু চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত রাখা হবে। বাকি পদগুলোতে যথারীতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জিয়াউর রহমান/এমএসআর/এনএ