হাজীগঞ্জ বাজার এলাকায় এক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) বলেছেন, হাজীগঞ্জে ঘটে যাওয়া হামলার ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এরা মুক্তিযুদ্ধের শত্রু। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ এসব অপশক্তিকে মোকাবিলা করে আজ পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজার এলাকায় এক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আফগানিস্তানের অনুসারী হয়ে তারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। প্রশাসন ও পুলিশ এ নিয়ে কাজ করছে। তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি আমরা যদি সবাই মিলে তাদের প্রতিহত করি, তাহলে এরা ভবিষ্যতে এসব অপকর্ম করার সাহস পাবে না। এর মধ্যে আমাদের দলের কেউ যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার।

জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান রুহিদাস বনিক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু প্রমুখ।

শরীফুল ইসলাম/এনএ