ইকবালকে জিজ্ঞাসাবাদ শেষে ব্রিফ করবে পুলিশ
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ইকবাল বর্তমানে কুমিল্লা পুলিশ লাইন্সে রয়েছেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ইকবালকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্তও তাকে কুমিল্লা পুলিশ লাইন্সে জিজ্ঞাসাবাদ চলছে বলে নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
জানা গেছে, ইকবাল হোসেন কারো প্ররোচনায় পূজামণ্ডপে কোরআন রেখেছিলেন কিনা এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী যাদের সঙ্গে তিনি কথা বলেছেন তাদের সম্পৃক্ততা আছে কিনা জিজ্ঞাসাবাদে তা খতিয়ে দেখা হচ্ছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন বলেন, আমরা আগে ইকবালকে জিজ্ঞাসাবাদ করব। তারপর কিছু প্রক্রিয়া রয়েছে তা শেষ করব।
প্রেস বিফিং ঢাকায় নাকি কুমিল্লা করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, আপতত এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে।
কুমিল্লা জেলা পুলিশের ডিআইও মনির আহমেদ জানান, সব তদন্ত সংস্থা ইকবালকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে, তারপর আদালতে তোলা হবে। সব প্রক্রিয়া শেষ করতে শনিবার (২৩ অক্টোবর) সকাল পর্যন্তও সময় লাগতে পারে।
আটক ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার মাছ বিক্রেতা নূর আলমের ছেলে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অভিযুক্ত ইকবাল হোসেনকে আটক করা হয়। কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লায় আনা হয়।
অমিত মজুমদার/আরএআর