ইউপি নির্বাচনে প্রতিহিংসার সুযোগ নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিযোগিতামূলক। এখানে প্রতিহিংসার কোনো সুযোগ নেই। নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব, পুলিশ, আনসারসহ নির্বাচনে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি কে এম নূরুল হুদা গত ১৫ অক্টোবর নির্বাচন নিয়ে মাগুরা সদরের জগদল ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংষর্ষে চারজন নিহত হওয়ার বিষয়টি অত্যন্ত দুুঃখজনক বলে আখ্যায়িত করেন।
এ ধরনের ঘটনার পুুনরাবৃত্তি যাতে না ঘটে সে দিকে লক্ষ রাখাসহ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান উল্লেখিত ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে আসামি করা না হয়।
এমএসআর