খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি নির্বাচনে বিজয়ী হলে গণতন্ত্র ঠিক আছে, আর নির্বাচনে বিজয়ী না হতে পারলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আসলে যারা নির্বাচনে আসছে না তারাই গণতন্ত্রকে হত্যা করেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় খাদ্য মন্ত্রণালয় আয়োজিত হাউসহোল্ড সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার উন্নয়ন তারা দেখতে পারে না। সে জন্য কুমিল্লা, রংপুরের পীরগঞ্জ ও নোয়াখালীতে কী হয়েছে তা তো আপনারা দেখেছেন। তারা সরকারের শরীরে কালিমা লেপে দেওয়ার পাঁয়তারা করছে। এই সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না- এ কথাগুলো টিভির সামনে যারা বলছে তারাই যে এ কাজ করছে তা দেশের মানুষ বুঝতে পারছে।

তিনি বলেন, সারাদেশে খাদ্য স্বনির্ভতা বৃদ্ধির লক্ষে ২০০টি প্যারাডা সাইলো নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ৩০টির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে খাদ্যবান্ধবের যে কার্ড আছে তা ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। 

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশিদ ইকবাল রিজভী, খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মজিবুর রহমান, মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু প্রমুখ বক্তব্য দেন। 

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দরিদ্র, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর খাদ্য সংরক্ষণের জন্য ফুডগ্রেড প্লাস্টিকে ৫ লাখ হাউসহোল্ড সাইলো সরবরাহ প্রকল্প গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার ৪ হাজার করে মোট ১২ হাজার হাউসহোল্ড সাইলো বিতরণ করা হয়।

সোহেল হোসেন/আরএআর