খুমেকের সাবেক হিসাবরক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাবরক্ষক এস এম গোলাম কিবরিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাকে গ্রেফতার করতে না পারলে বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) খুলনা মহানগর বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিজ্ঞাপন
এস এম গোলাম কিবরিয়া খুলনা সিভিল সার্জন অফিসেরও সাবেক হিসাবরক্ষক ছিলেন। তিনি নগরীর বি-৪১, বয়রা হাউজিং এস্টেটের বাসিন্দা।
আদালতের পিপি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সিভিল সার্জন অফিস ও হাসপাতালে দায়িত্বে থাকাকালে এস এম গোলাম কিবরিয়া বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এ কারণে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন অপরাধ ২৭/১ ধারা ও মানি লন্ডারিং আইনের ২০১২ সালের ৪ (২) ধারা অনুযায়ী ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত আয়ের উৎস গোপন করার উদ্দেশে সম্পত্তি হস্তান্তরের অভিযোগে চলতি বছরের ৩১ জানুয়ারি মহানগর বিশেষ আদালতে মামলা করা হয়। মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক ফয়সাল কাদের।
আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মহানগর বিশেষ আদালতে মামলার শুনানি শেষে গোলাম কিবরিয়াকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশ তামিল না হলে তার বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ মিলন/এনএ