নিষেধাজ্ঞা না মানায় ভোলায় ১২ জেলে আটক
ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন হারে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় উপজেলা মৎস্য বিভাগ তাদের আটক করে।
বিজ্ঞাপন
আটক জেলেরা হলেন মো. কবির মোল্লা, আল-আমীন, মো. আকতার, মো. ইব্রাহিম, মো. লোকমান, মো. দেলোয়ার, মো. সুমন, মো. রাজিব, মো. রিয়াজ, মো. আল-আমীন, মো. নিয়াজ, মো. আল আমীন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার মিটার অবৈধ জাল, ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের বিভিন্ন হারে জরিমানা করেন এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, নদীতে মাছ শিকারের ওপর সরকারের নিষেধাজ্ঞা জারির পরপরই জেলা মৎস্য বিভাগের নির্দেশক্রমে আমরা উপজেলা মৎস্য বিভাগ উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেছি।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন এ অভিযান চলমান থাকবে। আমরা যদি মা ইলিশ রক্ষা করতে পারি, তবে সারা বছর ইলিশ খেতে পারব। তাই এই অভিযানকে বাস্তবায়ন করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
ইমতিয়াজুর রহমান/এনএ