নোয়াখালীর সোনাইমুড়ীতে পচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে হাজী বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা পচা মাংস জব্দ করা হয়।

শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।

সোনাইমুড়ী বাজারের বাসিন্দা খলিলুর রহমান বলেন, ‘স্বাদের কারণে অনেক জনপ্রিয়তা অর্জন করে এই হাজী বিরিয়ানি হাউজ। কিন্তু জনপ্রিয়তার আড়ালে এমন ক্ষতিকর পচা মাংস বিক্রি করবে তা আমরা ভাবতেও পারিনি। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে ভোক্তাদের ঠকাতে পারবে না তারা।’

সোনাইমুড়ী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নানু ঢাকা পোস্টকে বলেন, ‘জনপ্রিয়তা অর্জনের জন্য হাজী বিরিয়ানি হাউজ পচা মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমরা চাই এমন সব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হোক। এতে করে ভোক্তাদের আর ধোঁকা দিতে পারবে না।’

সোনাইমুড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, ‘এই হাজী বিরিয়ানি হাউজ মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি তাদের গোডাউনের ফ্রিজে ৭০ কেজি পচা মাংস দেখতে পাই। আমি পৌরসভার মেয়র, বণিক সমিতির লোকজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করে তাদের দোকান বন্ধ করে দেন।’

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসে সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউজ দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর পচা মাংস জব্দ করা হয়।’

অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিসক্লেইমার

ফ্যাক্টওয়াচ টিম সংবাদের তথ্য ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করার সাথে সাথে ঢাকা পোস্ট টিম সংবাদের তথ্য আবারো যাচাই করে এবং সংবাদটি আপডেট করেছে।