বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে নিষেধাজ্ঞার প্রথম ১১ দিনে অভিযান চালিয়ে দুই লাখ মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে  জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় সাতটি মামলা, ৮ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৫ কেজি ৭০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য থেকে ইলিশ আহরণ, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও যারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের চেষ্টা করছে আমরা তাদের আইনের আওতায় এনেছি। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত যাতে কেউ ইলিশ আহরণ করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

তানজীম আহমেদ/এসপি