সড়ক দুর্ঘটনায় বাবার পর ছেলেরও মৃত্যু
চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ অক্টোবর) রাতের কোনো এক সময় উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে দক্ষিণ পাশে চৌয়াল বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক মো. সোহাগ (২০) ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বেপারী বাড়ির মৃত ওয়ালী উল্যাহর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, রাতে রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন দেখে এবং সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে নিশ্চিত করেন।
সোহাগের বাবা কালির বাজারে ফলের ব্যবসা করতেন। দুই মাস আগে তিনিও উত্তরবঙ্গ থেকে ফল কিনে আসার পথে টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান।
ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) মো. বাহার মিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে আমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবারের লোকজন লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শরীফুল ইসলাম/এনএ