পিস্তল নিয়ে হত্যা মামলার আসামি লুকিয়ে ছিল সিঁড়ির নিচে
নরসিংদীতে র্যাবের অভিযানে জোড়া পিস্তলসহ সৈয়দ ফুরকান (৩২) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাতে সদর উপজেলার বীরপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতার সৈয়দ ফুরকান নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকার মৃত সৈয়দ অলিউল্লাহ মাস্টারের ছেলে।
বিজ্ঞাপন
র্যাবের দাবি, ফুরকান নরসিংদী ও আশপাশের জেলায় চিহ্নিত সন্ত্রাসী। সে খুন ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত। সোমবার সন্ধ্যায় র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে সিঁড়ির নিচে লুকিয়ে থাকা অবস্থায় তাকে দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেফতার করে।
র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান বলেন, ফুরকানের বিরুদ্ধে হত্যাচেষ্টা, খুন ও মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে নরসিংদী মডেল থানা পুলিশ খুঁজছিল।
গ্রেফতার ফুরকানকে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
রাকিবুল ইসলাম/এইচকে