কক্সবাজারে আইসসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে ৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টেল মেথ আইসসহ ইদ্রিস (৩৫) নামের পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক মাদক পাচারকারী হলেন টেকনাফ সদরের নাজিরপাড়ার আজিজুর রহমান ওরফে আজিরানের ছেলে।
রোববার (১০ অক্টোবর) বিকেলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, রোববার ভোর রাতে টেকনাফ মডেল থানা পুলিশের উপপরিদশক (এসআই) নকিবুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ায় অভিযান চালায়।
বিজ্ঞাপন
এ সময় ইদ্রিসের অস্থায়ী বসতবাড়িতে তার শয়নকক্ষের বালিশের নিচ থেকে ক্রিস্টাল মেথ আইসের একটি প্যাকেটসহ তাকে আটক করা হয়। উদ্ধার প্যাকেটের ভেতরে এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।
তিনি বলেন, উদ্ধার ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা। উদ্ধার আইসসহ আটক পাচারকারী ইদ্রিসের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
মুহিববুল্লাহ মুহিব/এমএসআর