দৌলতদিয়ায় যৌনকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক যৌনকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে ওই নারীর ঘর থেকে রক্ত গড়িয়ে দরজার নিচ দিয়ে বাইরে চলে আসে। তারা ঘরে গিয়ে গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থয়ে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল তায়াবীর ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রথমে এলোপাতাড়ি কোপানো হয়। পরে জবাই করে হত্যা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
মীর সামসুজ্জামান/এসপি