চাঁদপুরে কারেন্ট জালসহ ১০ জেলে আটক, প্রত্যেকের ১ বছরের কারাদণ্ড
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করেছে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ ও কোস্টগার্ড।
আটককৃত ১০ জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন চাঁদপুর সদরের সহকারী কমিশনার মো. হেলাল উদ্দিন।
বিজ্ঞাপন
নৌ পুলিশ ও কোস্টগার্ড জানায়, ইলিশের উৎপাদন বাড়াতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্টগার্ড কর্তৃক নদী থেকে মাছ শিকাররত অবস্থায় ১ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করে। এ ছাড়া একইদিনে চাঁদপুর নৌ পুলিশ অভিযান চালিয়ে ১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৬০ কেজি ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
চাঁদপুর নৌ পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান বলেন, জাল ও জেলে আটক করা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের উদ্দেশ্য জেলেদের সচেতন করা। যেন এ সময়ে তারা নদীতে জাল না ফেলে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরআই