দাঁতের চিকিৎসা দেন তারা, গুনলেন জরিমানা
সানাউল্লাহ দেওয়ান (৬৮) দীর্ঘদিন ধরে দাঁতের ডাক্তার পরিচয়ে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। ‘বিদ্যুৎ দন্ত চিকিৎসালয়’ নামে একটি প্রতিষ্ঠানও দেন তিনি। কিন্তু ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। কারণ, তিনি ছিলেন ভুয়া ডাক্তার।
বুধবার (৬ অক্টোবর) রাতে জয়পুরহাট জেলা শহরের রেলস্টেশন রোড এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র্যাব।
বিজ্ঞাপন
সানাউল্লাহ দেওয়ান সদর উপজেলার জামালগঞ্জ এলাকার প্রয়াত মহসিন আলী দেওয়ানের ছেলে।
এদিকে একই অভিযানে শহরের শতদল ডেন্টালের রাম কমল সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাম কমল সাহা শহরের পাঁচবিবি রোড এলাকার মধুসুদন সাহার ছেলে।
এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিফাতুল ইসলাম, র্যাব-৫, ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির এবং সিভিল সার্জন অফিসের ডা. জালাল হোসেন।
অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির বলেন, তারা ভুয়া ডাক্তার ছিলেন এবং বিএমডিসি অ্যাক্ট ২০১০-এর ২৮ এবং ২৯ ধারা লঙ্ঘন করেছেন। এ জন্য বিদ্যুৎ দন্ত চিকিৎসালয়ের সানাউল্লাহ দেওয়ান ও শতদল ডেন্টালের রাম কমল সাহাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেন। এতে সানাউল্লাহকে ৫ হাজার ও রাম কমলকে ২০ হাজার টাকাসহ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
চম্পক কুমার/এনএ