আমি হাজারো শিক্ষার্থীর বাবা, তারা আমার সন্তান
‘প্রতি বছর এসএসসি পাশের পর শত শত ছাত্র-ছাত্রী আমার প্রতিষ্ঠান থেকে বের হয়। চাকরিজীবনে এমন হাজারো শিক্ষার্থীকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলেছি। আমি হাজারো শিক্ষার্থীর বাবা, তারা আমার সন্তান’। আজ, ৫ অক্টোবর 'বিশ্ব শিক্ষক' দিবসে ঢাকা পোস্টকে এ কথাগুলো বলছিলেন শিক্ষক মো. ছফির উদ্দিন। চাকরিজীবনের প্রথম দিকে তিনি শেরপুর সদরের আন্ধারিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সুপার ছিলেন। বর্তমানে তিনি চরপক্ষিমারী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
ব্যক্তিজীবনে মো. ছফির উদ্দিন শিক্ষক ছাড়াও একজন গর্বিত পিতা। কারণ গত ২ সেপ্টেম্বর শনিবার পা দিয়ে লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাঁর মেয়ে সুরাইয়া (২০)। যে খবর ইতিমধ্যে দেশে-বিদেশে ব্যাপক সুনাম কুড়িয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষক ছফির উদ্দিন বলেন, আমার মেয়ে সুরাইয়া শারীরিক প্রতিবন্ধী। তবুও সে অদম্য শক্তিতে এগিয়ে চলেছে। সুরাইয়া এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৪ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অপর দিকে আমার ছোট মেয়ে সুমাইয়া (১২) ৮ম শ্রেণিতে পড়ে। সে নিজেও খুবই মেধাবী। ক্লাসে সব সময় ১ম স্থান অধিকার করে। বড় মেয়ের ইচ্ছা সে প্রভাষক হবে এবং ছোট মেয়ে প্রশাসনিক কর্মকর্তা হবে। আজ শিক্ষক দিবসে এগুলোই আমার অর্জন। যা মনে করে আমি গর্ববোধ করি।
স্থানীয় কামাল মোল্লা বলেন, বিশ্ব শিক্ষক দিবসে সব শিক্ষককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। একজন আদর্শ মানুষ গড়তে আদর্শ শিক্ষকের কোনো বিকল্প নেই। আর শিক্ষকেরা মোমবাতির মতো নিজে পুড়ে অন্যকে শিক্ষার আলো দান করেন। তেমনই একজন দক্ষ মানুষ গড়ার কারিগর শিক্ষক ছফির উদ্দিন।
চরপক্ষিমারী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী রিতা আক্তার বলেন, শিক্ষাজীবনের শুরু থেকে আজ পর্যন্ত অনেক ভালো শিক্ষকের দেখা পেয়েছি। কিন্তু যদি আমার দেখা সেরা শিক্ষক সম্পর্কে বলতে হয়, তাহলে একজন শিক্ষকের কথাই বলবো। যিনি আমার এই ক্ষুদ্র জীবনের চলার পথে সবচেয়ে বেশি প্রেরণা জুগিয়েছেন। আমার সেই প্রিয় শিক্ষকের নাম ছফির উদ্দিন।
নবম শ্রেণির ছাত্র মো. লুৎফর রহমান বলেন, ছফির উদ্দিন স্যার শুধু পাঠদান ও সিলেবাসের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন না। প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের বাইরে একজন ভালো বন্ধু হিসেবে শিক্ষার্থীদের মাঝে মিশে যান।
ওই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মো. হানিফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমার প্রিয় শিক্ষকের তালিকায় রয়েছেন ছফির উদ্দিন স্যার। আমি স্যারকে সব সময় অনুসরণ করি। স্যারের প্রতি এই মহান দিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্যই পালন করা হয়ে থাকে।
জাহিদুল খান সৌরভ/আরআই