প্রত্যাবাসন বিরোধীরা মুহিবুল্লাহকে হত্যা করেছে : ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যারা প্রত্যাবাসন বিরোধী, যারা এদেশকে মিয়ানমারে পরিণত করতে চায় এবং সন্ত্রাস ও রাজত্ব কায়েম করতে চায় তারা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করেছে। কারণ মুহিবুল্লাহ চেয়েছিল এদেশ থেকে রোহিঙ্গারা নিজেদের দেশে চলে যাক। স্বদেশে ফিরে যাওয়ার তার এই প্রচেষ্টাকে রুখে দিতে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
শনিবার (০২ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের লালদিঘী পাড়ে জেলা জাসদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
হাসানুল হক ইনু আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে প্রতিনিয়ত মাদক ও অস্ত্র ব্যবসা হচ্ছে। এসব অবৈধ ব্যবসা দেশে ছড়িয়ে পড়ুক তা আমরা সহ্য করতে পারব না। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করা হোক।
তিনি বলেন, বাংলাদেশে আগে শয়তানের রাজত্ব চলেছিল। খালেদা জিয়ার নেতৃত্বে রাজাকারের সরকার প্রতিষ্ঠা লাভ করেছিল। তারা বাংলাদেশ দখল করে নিয়েছিল। আমরা এ দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি আর খালেদা জিয়া রাজাকারদের সঙ্গে নিয়ে সন্ত্রাস ও লুটের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। আন্দোলনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে আর বিএনপি তলিয়ে গেছে।
হাসানুল হক ইনু বলেন, এখনো কিছু ঘরের ইঁদুর আওয়ামী লীগে রয়েছে, তারা আওয়ামী লীগকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছে। তারা কখনো আওয়ামী লীগের ভালো চায় না। কিন্তু জাসদ সব সময় আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আসছে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আওয়ামী লীগ থেকে পরগাছা ও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হোক।
জেলা জাসদের সভাপতি নইমুল হাসান চৌধুরী টুটুলের সভাপতিত্ব ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।
এতে জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নূর মোহাম্মদ, জেলা যুব জোটের সভাপতি অজিত কুমার হিমু, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রদীপ দাশ, শ্রমিক জোটের জেলা সভাপতি আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
মুহিব/আরএআর