মাদকের বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ ঘোষণা করলেন কাদের মির্জা
মাদকের বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ ঘোষণা করলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, কোম্পানীগঞ্জে মাদকের রমরমা কারবার চলছে। অবৈধ স্পিরিট খেয়ে ইতোপূর্বে সাতজন মানুষের প্রাণ গেছে। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জিরো-টলারেন্স নীতি বাস্তবায়ন করতে আমি বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় বসুরহাট বাজারে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অপরাজনীতির হোতাদের ছত্রছায়ায় মাদক কারবার চলছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, আমি মাদকের বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ করে যাব। আজ যেসব স্পিরিট উদ্ধার করেছি তা আপনাদের সামনেই ধ্বংস করব। এসব নিষিদ্ধ মাদক আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়।
উচ্ছেদ অভিযান সম্পর্কে কাদের মির্জা বলেন, আমি পৌরসভার মেয়র তাই মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব। জায়গা দখল করে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে তা উচ্ছেদের আওতায় আনা হবে। যেভাবেই হোক সরকারি জমি উদ্ধার করতে হবেই।
হাসিব আল আমিন/এইচকে