আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ছয় নারীসহ গ্রেপ্তার ১২
সিলেটে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৮টায় নগরের লালদিঘীরপাড় এলাকার হোটেল সোনালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারকৃতরা হোটেলে অসামাজিক কাজে লিপ্ত ছিল। হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এর আগে ১৪ জানুয়ারি দক্ষিণ সুরমা এলাকায় হোটেল তিতাসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৪ জন তরুণ-তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে নয়জন পুরুষ ও পাঁচজন নারী। গত ১৭ জানুয়ারি ভার্থখলায় হানিফ আবাসিক হোটেলে থেকে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে নারী-পুরুষকে গ্রেপ্তারের পরও থেমে নেই তাদের এই কার্যক্রম। এজন্য মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জরিমানা ও কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
এএম