ভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা আটক
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালানোর সময় ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্টগার্ডের সদস্যরা। রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন ভাসানচর থেকে পাঁচ কিলোমিটার পূর্ব-দক্ষিণের জঙ্গল থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে আশ্রয়ণ কেন্দ্র ৩ এর ৫০ নম্বর ক্লাস্টারের বি ১১ নম্বর কক্ষের বাসিন্দা মো. আইয়াছের তিন মেয়ে শফিকা (২০), আজিদা (৪) ও আছমিদাসহ (১) মোট ৩৫ জন রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালানোর জন্য ৩৫ জন রোহিঙ্গা নাগরিক জঙ্গলে অবস্থান করছিল। এমন তথ্য পেয়ে এপিবিএন ও কোস্টগার্ড তাদের আটক করে। পরে ভাসানচর থানা পুলিশের সহায়তায় বিকেল ৩টায় তাদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হাসিব আল আমিন/আরএআর