ফরিদপুরে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, শনাক্ত ১৩
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১ এবং উপসর্গে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ৫২৬ জনের মৃত্যু হলো।
একই সময়ে ২৯৮ নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৩৬। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৫০১ জনে।
বিজ্ঞাপন
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া দুইজনই ফরিদপুর সদরের বাসিন্দা। করোনা শনাক্ত ১৩ জনের মধ্যে ভাঙ্গায় দুইজন, বোয়ালমারীতে একজন, মধুখালীতে দুইজন, সদরপুরে একজন এবং ফরিদপুর সদরে সাতজন রয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৪৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত ২০ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫২৬ জন।
জহির হোসেন/এমএসআর