গাছ কাটতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ আহত ৩
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে গাছ কাটতে গিয়ে বিস্ফোরণে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিলটাকা পোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাকসাডাঙ্গির আবদার (৪৫), খাটিয়াপাড়ার জলিল মণ্ডলের ছেলে জিন্নাত (৩৫) ও বিলটাকা পোড়া এলাকার কাদেরের স্ত্রী আলেয়া (৩৪)। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ঢাকা পোস্টকে বলেন, বিলটাকা পোড়ার সদর আলী সরদারের বাড়ির পুকুর পাড়ের মেহগনি গাছ কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় নারীসহ তিনজন আহত হয়েছেন। গাছের নিচে জিআই পাইপ দেখা গেছে। শুনেছি কুড়ালের কোপ লাগার পরই সেটি বিস্ফোরিত হয়। হয়তো পাইপে বিস্ফোরক জাতীয় কোনো বস্তু ছিল।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ কাটার সময় বিস্ফোরণে তিনজন আহতের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে জানানো হবে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল কি না।
মীর সামসুজ্জামান/এসপি