টঙ্গী স্টেশন এলাকায় রেললাইনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের শাস্তি দাবিতে করা মহাসড়ক অবরোধ শেষে ফেরার সময় টঙ্গী স্টেশন এলাকায় রেললাইনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা।

আগুনের কারণে সারাদেশের সঙ্গে দেড় ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে বোর্ডবাজার, হোসেন মার্কেট, স্টেশন রোড, চেরাগ আলী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষুব্ধরা এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সন্ধ্যা ৬টায় অবরোধ তুলে ফেরার সময় তারা টঙ্গীর শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার উড়ালসেতুর নিচে রেললাইনে টায়ার, ঝুট ও কাঠ জ্বালিয়ে আগুন দেন।

টঙ্গী রেলওয়ে স্টেশনমাস্টার রাকিবুর রহমান বলেন, মহাসড়ক অবরোধ শেষে মিছিল নিয়ে ফিরছিলেন অবরোধকারীরা। এ সময় তারা টঙ্গী রেল স্টেশন এলাকায় রেল সড়কে টায়ার, ঝুট, কাঠ জ্বালিয়ে অবরোধ করেন।

এতে সারাদেশের সঙ্গে দেড় ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। পরে ৬টা ৫০ মিনিটে স্টেশন এলাকা থেকে অবরোধকারীরা চলে গেলে লাইন থেকে আগুনের কুণ্ডলী সরিয়ে নিয়ে রেলচলাচল স্বাভাবিক করা হয়।

শিহাব খান/এমএসআর