মুজিবের বাড়িতে মিলল ১০ কোটি টাকার 'আইস'
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টেল মেথ বা আইস উদ্ধার করেছে ২ বিজিবির সদস্যরা। এসময় মো. মুজিব (২০) নামে এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত আইসের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। আটক যুবক টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া এলাকার মো. সোনা মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, বুধবার দুপুরে টেকনাফস্থ ২ বিজিবির অপারেশন অফিসারের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে আটক মুজিবের বাড়িতে তল্লাশি শুরু করে। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুজিব। পরে তাকে ধাওয়া করে আটক করে বিজিবি সদস্যরা। তার দেয়া স্বীকারোক্তি মতে বাড়ির সিলিংয়ের ওপর কৌশলে লুকিয়ে রাখা দুই কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, উদ্ধারকৃত আইসসহ আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
মুহিববুল্লাহ মুহিব/এমএএস