বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দুজন মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করেছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় মাদক কারবারিদেরকে তিনি পুলিশে সোপর্দ করেন। 

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, আমি ইতোপূর্বে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। রাত ১২টার দিকে বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে মাদকের আড্ডাখানা বা বিক্রি হয় কি না তা দেখতে বের হই। এ সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে ধরে ফেলি। এরপর তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করি। 

মধ্যরাতে রাস্তায় কাদের মির্জা

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক দুই মাদক কারবারিকে থানা হাজতে রাখা হয়েছে। সোমবার সকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পৌরসভায় তৃতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি। 

হাসিব আল আমিন/এইচকে