নোয়াখালীর করোনা পরিস্থিতি উন্নতির দিকে। কমতে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যুর হার। জেলায় সাত দিন পর করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নোয়াখালীতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২২৭ জনে। এর আগে গত ১১ সেপ্টেম্বর (শনিবার) সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সদর উপজেলার একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২২৭ জনের। যার মধ্যে সদরের ৪১ জন আর বিভিন্ন উপজেলার ১৮৬ জন রয়েছেন।

তিনি আরও বলেন, নোয়াখালীর ল্যাবে ২৭০টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরের ৪ জন,  সোনাইমুড়ীর ৩ জন, চাটখিলের ২ জন, সেনবাগে ৩ জন, কবিরহাটে একজন এবং কোম্পানীগঞ্জে একজন রয়েছেন।

নোয়াখালীতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৩৭ জন। যার মধ্যে সদরের ছয় হাজার ৮১২ জন আর বিভিন্ন উপজেলার রয়েছেন ১৩ হাজার ৮২৫ জন।

হাসিব আল আমিন/এইচকে