ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না এএসআই সম্বলের
কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সম্বল চাকমা নামে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক আহমেদ সম্বল চাকমার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত সম্বল চাকমার বাড়ি বান্দরবানের রুমা উপজেলার ভরতপুর গ্রামে। তিনি ৮ এপিবিএনের আওতাধীন ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে কর্মরত ছিলেন।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক আহমেদ জানান, সম্বল চাকমা ১০ দিনের ছুটি শেষে সকালে সিএনজিচালিত অটোরিকশায় তার কর্মস্থল ১৩ নম্বর ক্যাম্পে ফিরছিলেন। পথিমধ্যে উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন সম্বল চাকমা। পরে তাকে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সম্বল চাকমা ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। পরবর্তীতে এএসআই পদে পদোন্নতি লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে সন্তান রেখে গেছেন।
মুহিববুল্লাহ মুহিব/আরএআর