ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ভয় পেয়ে রোহান (২২) নামে সেই মাদকাসক্ত তরুণ পালিয়েছিলেন বলে জানায় পুলিশ। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়িতে পুলিশ হেফাজতে রয়েছেন। সিলেট জেলা সদরে রোহানের বাড়ি।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যদিও হাসপাতালের রেজিস্টারে ওই তরুণের নাম রুবেল লিপিবদ্ধ করা হয়েছিল।

এর আগে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ড থেকে পালিয়ে যান রোহান। হাসপাতাল সূত্র জানায়, রোহান ওয়ার্ডের ভেতরে এক পুলিশ সদস্যকে ছুরি ধরে পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, ওই তরুণ মাদকাসক্ত। তাকে রক্তাক্ত অবস্থায় স্টেশনে দেখতে পেয়ে পথচারীরা ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে হাসপাতালে তাকে ইনজেকশন পুশ অথবা কাটাছেরা করা হবে, সেই ভয় পালিয়ে আবার স্টেশনে চলে যায় রোহান। পুলিশকে ছুরি দেখিয়ে পালিয়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। বর্তমানে সে ফাঁড়িতে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এমএসআর