কুয়াকাটা সৈকতে ভেসে এল আরও দুটি মৃত ডলফিন
কুয়াকাটা সমুদ্রসৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটার পূর্ব দিকে গঙ্গামতি সৈকতে ৬ ফুট লম্বা এবং দুপুর ১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় শুশুক প্রজাতির দুটি মৃত ডলফিন ভেসে আসে।
মৃত ডলফিন দুটি পানিতে ভেসে আসতে দেখেন ডলফিন রক্ষা কমিটির সদস্য আবদুর রহমান। পরে তিনি ডলফিন রক্ষা কমিটির অন্যাদের বিষয়টি অবগত করেন।
বিজ্ঞাপন
আবদুর রহমান বলেন, গত কয়েক দিনের ব্যবধানে আবারও ভেসে আসা মৃত ডলফিন দেখে সংবাদ জানাই রক্ষা কমিটি ও স্থানীয়দের। পরে সংবাদকর্মী ও স্থানীয়রা উপস্থিত হয়ে মৃত ডলফিনের শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিশ্চিত করেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্য ও স্থানীয়দের ধারণা, ডলফিন যেহেতু মাছ খেয়ে বেঁচে থাকে, তাই মাছ শিকারের সময় জেলেদের জালে আটকে পড়ায় মারা যাচ্ছে। তবে ডলফিন রক্ষায় জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নয়তো একের পর এক মৃত ডলফিন আসতে থাকবে। কয়েক দিন আগেও একাধিক মৃত ডলফিন ভেসে আসছে কুয়াকাটা সৈকতে।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয় জেলেরা আমাকে বিষয়টি অবহিত করেছেন। কী কারণে মাছ দুটি মারা গেছে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। শুশুক প্রজাতির ডলফিন দুটি জেলেদের জালের আঘাতে মারা যেতে পারে।
আবার অনেক সময় বয়সের কারণে এ জাতীয় ডলফিন মারা যায়। যা পরবর্তী সময়ে সমুদ্রের স্রোত উপকূলে ভেসে আসে। ইতোমধ্যে মাছ দুটিকে বালুচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কাজী সাঈদ/এনএ