সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে করচার হাওরে এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক।

নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৫০টি নৌকা অংশগ্রহণ করে। এ সময় নৌকাবাইচ দেখতে আসা মানুষের ভিড়ে করচার হাওরপাড় এলাকা কানায় কানায় ভরে যায়। প্রতিযোগিতাকে প্রাণবন্ত করতে সকাল থেকেই স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা উন্মুক্ত নৌকা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার নানা সংস্কৃতি তুলে ধরেন।

রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগি নৌকাসহ নানা রঙে সেজে বাইছালবৃন্দ করচার হাওরে এসে অবস্থান নেন এবং নেচে-গেয়ে হাওরবিলাস এলাকাকে উৎসবমুখর করে তোলেন। উৎসুক দর্শকরাও নৌকা ভাড়া নিয়ে হওরে নেচে-গেয়ে আনন্দ করতে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।

সাইদুর রহমান আসাদ/এনএ