সিলেটে সিনোফার্মের টিকায় আগ্রহ নেই নগরবাসীর। রেজিস্ট্রেশনের তালিকা অনুযায়ী গড়ে প্রতিদিনি সাড়ে তিন হাজার মেসেজে পাঠানো হলেও টিকা নিতে আসছে প্রায় অর্ধেক মানুষ। কর্তৃপক্ষ বলছে- বেশিরভাগ মানুষেরই সিনোফার্মের টিকা নিতে আগ্রহ নেই। আবার অনেকেই নিবন্ধন ছাড়াই মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছেন। এতে করে মেসেজে গেলেও অনেকেই টিকা নিতে আসছেন না।

সিলেটে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়। গণটিকা কার্যক্রমের শুরুতে টিকা নিতে তেমন আগ্রহ ছিল না নগরবাসীর। তবে যত সময় গড়িয়েছে টিকা নেওয়ার প্রতি নগরবাসীর আগ্রহ বেড়েছে। নির্ধারিত তিনটি টিকার মধ্যে দুটি টিকার প্রতি আগ্রহ থাকলেও সিনোফার্মের টিকার প্রতি আগ্রহ নেই নগরবাসীর। বর্তমানে সিলেটের দুটি টিকাকেন্দ্রের ১৩টি বুথে প্রতিদিন টিকা প্রদান করা হচ্ছে। 

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গতকাল বুধবার সাড়ে তিন হাজার জনকে টিকা নেওয়ার মেসেজ দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ জন টিকা নিয়েছেন। এখন পর্যন্ত নতুন করে  আরও ৮৯ হাজার মানুষ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ইতোমধ্যে সিলেটে মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৪৪৬ জন, অ্যাস্ট্রাজেনেকার ৬১ হাজার ৫৬৭ জন ও সিনোফার্মের টিকা নিয়েছেন ১৬ হাজার ৬৪২ জন। দ্বিতীয় ডোজ টিকার মধ্যে মডার্নার টিকা নিয়েছেন ২৬ হাজার ২২৮ জন, অ্যাস্ট্রাজেনেকা ৫৮ হাজার ১৯৫ জন ও সিনোফার্মের টিকা নিয়েছেন ৪ হাজার ৭৫ জন।

সিলেটে মডার্নার টিকার কার্যকারিতা বেশির কারণে বেশিরভাগ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই টিকাটি। তবে বর্তমানে এই টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। যারা শুরুতে প্রথম ডোজ টিকা নিয়েছেন একমাত্র তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, অনেকেই আগে নিবন্ধন করা থাকলেও বিভিন্নভাবে মেসেজ ছাড়াই মডার্ডার টিকা নিয়েছেন। অনেকে আবার সিলেটের গণটিকা কার্যক্রমে নিবন্ধন ছাড়াই টিকা নিয়েছেন। মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া হবে- এমন ধারণা থেকেও টিকা নিচ্ছেন না অনেকে। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সিলেটে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার জনকে টিকা নেওয়ার জন্য মেসেজ দেওয়া হচ্ছে। তবে সেই অনুপাতে টিকা নিচ্ছেন না নগরবাসী। অনেকেই ধারণা করছেন মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হতে পারে। যে কারণে টিকা নিতে আসছেন না তারা। সিনোফার্মের টিকা নিতে বেশিরভাগের আগ্রহ নেই। তবে সবারই টিকা গ্রহণ করা উচিত। নির্দিষ্ট কোনো টিকার জন্য অপেক্ষা করা ঠিক হবে না।

তুহিন আহমদ/আরএআর