বিশ্বাস ঘাতক খন্দকার মোস্তাক ও জেনারেল জিয়াউর রহমানের বিচার হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী সংসদ সদস্য শাজাহান খান।

রোববার (২৯) আগস্ট সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবে পোশাকশ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের এক সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এখন ইউটিউব-গুগলে সার্চ করলে কর্নেল ফারুকের বক্তব্য পাওয়া যায়। কর্নেল ফারুক বলেছেন, ‘১৯৭৫ সালের ২৮ মার্চ আমি জিয়াউর রহমানের সঙ্গে দেখা করেছি এবং এই কথা আমি তাকে বলেছি।’ জিয়াউর রহমান তাকে কী বলেছেন, তা-ও বলেছেন সেখানে। জিয়াউর রহমান বলেছিলেন, ‘আমরা উচ্চপর্যায়ের অফিসার, আমাদের এই কাজ করা সম্ভব না। তোমরা যারা জুনিয়র আছ, তারা যদি পারো তোমরা এগিয়ে যাও।’ এই কথার মধ্য দিয়েই বঙ্গবন্ধুকে হত্যার মদদ দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মদদ কে দিয়েছে? জিয়াউর রহমান দিয়েছেন। আর ধামাচাপা দিয়ে লাভ নাই। বঙ্গবন্ধু হত্যার ইতিহাস এখন সত্যিকারে বেরিয়ে এসেছে। এর মূল নায়কদের সরকারের পক্ষ থেকে জাতির সামনে আনতে হবে।

দোয়া ও মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে দোয়াসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পোশাকশ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সদস্যরা।

মাহিদুল ইসলাম/এনএ