দিনাজপুরের কাহারোল উপজেলার পুনর্ভবা নদীতে এক যুকককে উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এই নদীতে উদ্ধারকাজ করার সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ তানজির।

নিহত ডুবুরির নাম আব্দুল মতিন (৪২)। তিনি রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য ছিলেন।
 
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে কাহারোল উপজেলার ভদ্রবাজার মোড়ে ঢেপা নদীতে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির থেকে কান্তজিউ বিগ্রহকে আশীর্বাদ করতে নদীরা নামেন ভক্তরা। এ সময় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী গ্রামের বিনয় দেব শর্মার ছেলে সুজন দেব শর্মা বুধু নদীর ডুবে যান।
 
পরে শনিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে উদ্ধারকাজ শুরু করে। এ সময় নদীতে ডুব দিলে ডুবুরির কোমরে বাঁধা রশি পানিতে কিছুর সঙ্গে আটকে যায়। এতে ডুবুরি আব্দুল মতিন দীর্ঘ সময় পানির নিচে আটকে ছিলেন। পরে অন্য ডুবুরিরা বুঝতে পেরে নদীতে নেমে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পরে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মর্তুজা রহমান পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন।

এনএ