চুয়াডাঙ্গায় শনাক্তের হার ৭৮.৯৪ শতাংশ
চুয়াডাঙ্গা বেড়েছে করোনা শনাক্তের হার। শুক্রবার (২৭ আগস্ট) ৫৭ নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের নিকট আসে। এর মধ্যে ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যা নমুনা বিবেচনায় শনাক্তের হার ৭৮ দশমিক ৯৪ শতাংশ। অপরদিকে টানা চার দিন মৃত্যুশূন্য চুয়াডাঙ্গা।
শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৬ জন। এর মধ্যে জেলায় ১৮৬ জন এবং জেলার বাইরে ২০ জন মারা গেছেন।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ শুক্রবার নতুন কোনো নমুনা সংগ্রহ করেনি। পূর্বের হিসাব অনুযায়ী জেলায় নমুনা সংগ্রহের সংখ্যা ২৬ হাজার ৫১ জন। এ দিন ৫৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
এ সময় ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭৬ জনে। এ দিন কেউ সুস্থতার সনদ পাইনি। পূর্বের হিসাবে জেলায় মোট সুস্থতার সনদ পেয়েছেন ৫ হাজার ৮৮২ জন।
বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ২৩ জন আর বাড়িতে রয়েছেন ৫৬৫ জন। নতুন যে ৪৫ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৩০ জন, আলমডাঙ্গা ৭ জন, দামুড়হুদার ৭ জন এবং জীবননগরের একজন রয়েছেন।
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, শুক্রবার জেলায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এদিন ৫৭ নমুনার ফলাফলের মধ্যে ৪৫ জনই পজিটিভ। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৫ জন।
আফজালুল হক/এমএসআর