বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা

কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত তিন দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৫, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, নির্ধারিত তিন দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এই তিন দিনে ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও মাত্র দুইজনের সাক্ষ্য ও জেরা সম্ভব হয়েছে। বাকি সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করে দ্রুত বিচারিক কার্যক্রম সমাপ্ত করতে চায় রাষ্ট্রপক্ষ। সে লক্ষ্যে ধাপে ধাপে সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হবে।

মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, বরাবরের মতো আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি। আমি চাই অভিযুক্ত ১৫ আসামির সর্বোচ্চ শাস্তি হোক। বিচারিক কার্যক্রম নিয়ে এখনো কথা বলার সময় আসেনি। আমি আরও পর্যবেক্ষণ করছি।

বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী রানা দাশ গুপ্ত বলেন, মামলার বাদী  শারমিন শাহরিয়া ফেরদৌস ও সিফাতের বক্তব্য একই। যার সঙ্গে অভিযোগপত্রের মিল নেই। এসব যৌক্তিকতা নিয়ে আমরা আদালতে হাজির হবো।

এর আগে মামলার বাদী ও প্রথম সাক্ষী শারমিন শাহরিয়া ফেরদৌস ও দুই নম্বর সাক্ষী শাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরে তাদের দীর্ঘ সময় জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মুহিব/আরএআর