ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে ৬ এবং উপসর্গে ৪ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৯ জন। একই সময়ে ২৮৬ নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩২।
এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৯৪১ জনে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত ১০ জনের মধ্যে ফরিদপুরের দুজন, গোপালগঞ্জের একজন, মাগুরার একজন, রাজবাড়ীর তিনজন এবং মাদারীপুরের তিনজন রয়েছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৫৪ জনের মধ্যে ভাঙ্গায় ১২, বোয়ালমারীতে এক, নগরকান্দায় ছয়, মধুখালীতে চার, সদরপুরে তিন, চরভদ্রাসনে পাঁচ এবং ফরিদপুর সদরে ২৩ জন রয়েছেন। বাকি সাতজনের শনাক্ত হয়েছে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (১৭ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৭৪ জন।
তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১২৫ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৭৯ জন।
এনএ