ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর

খুলনায় ভিমরুলের কামড়ে আয়ান মুন্সি নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে মহানগরীর খানজাহন আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিনাপাড়ায় এ ঘটনা ঘটে। খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার সময় মিনাপাড়ার মুন্সিবাড়ির নাসির মুন্সির শিশুপুত্র আয়ান মুন্সি (৩) খেলা করছিল। এ সময়  বাড়ির পাশে মাসুদ মোল্লার পুকুরের সাথে গড়ে ওঠা ভিমরুলের চাক থেকে ১০ থেকে ১৫টি ভিমরুল আয়ানকে কামড় দিলে সে অচেতন হয়ে পড়ে।

আয়ানের খেলার সাথিরা তার বাড়িতে খবর দিলে তার বাবা নাসির মুন্সি এলাকাবাসীর সহয়তায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি দেখা দিলে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন চিকিৎসক।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকর তাকে মৃত ঘোষণা করেন। বাদ-আসর মিনাপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মোহাম্মদ মিলন/এমএসআর