বগুড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯১ জন ও সুস্থ হয়েছেন ১৬৩ জন।

রোববার (১৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

জেলায় করোনায় মারা যাওয়া তিনজন হলেন শাজাহানপুরের সদরের তানিয়া পারভীন (৩২), লোকমান আলী (৭০) এবং সারিয়াকান্দির লজ্জাতুন্নেচ্ছা (৮০)। এ ছাড়া বাকি দুজন অন্য জেলার।

ডা. তুহিন আরও জানান, শনিবার মোট ৫৫২টি নমুনা পরীক্ষায় ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮টি নমুনায় ২ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৭ জন, ১১৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ১৮ জন করোনা পজিটিভ হয়। অন্যদিকে একই হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে ২ নমুনায় সবগুলো নেগেটিভ ধরা পড়েছে। এ ছাড়া ঢাকায় পাঠানো ১৩২ নমুনার ফলাফলে ১৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।

এতে মোট আক্রান্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩৫ জন, শেরপুরের ২৩ জন, শাজাহানপুরের ৮ জন, গাবতলীতে ৫ জন, কাহালুতে ৫ জন, শিবগঞ্জে ৩ জন, আদমদীঘিতে ৩ জন, সারিয়াকান্দিতে ৩ জন, নন্দীগ্রামে ৩ জন, সোনাতলায় ২ জন এবং ধুনটে একজন।

ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ২৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা থেকে ১৬৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৩২ জন এবং জেলা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৪৫ জন। নতুন ৩ জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬২২ জন দাঁড়াল।

সাখাওয়াত হোসেন জনি/এনএ