গাজীপুরে করোনায় আটজনের মৃত্যু, শনাক্ত ২৪৬
গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৮ জন মৃত্যুবরণ করেছেন। এদিকে নতুন ২৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আটজনসহ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জনে।
নতুন ২৪৬ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৩১ জনে। রোববার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মৃত্যু ও শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
বিজ্ঞাপন
সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা নমুনা পরীক্ষায় ২৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ১৪৫ জন, কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ১১ জন, কাপাসিয়ায় ৩১ জন ও শ্রীপুরে ৪২ জন রয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ জনের নমুনা পরীক্ষায় ২১ হাজার ৪৩১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ১২ হাজার ৯৩৭ জন, কালীগঞ্জে ১ হাজার ৫৭৩ জন, কালিয়াকৈরে ২ হাজার ১০৭, কাপাসিয়ায় ১ হাজার ৯৮৩ ও শ্রীপুরে ২ হাজার ৮৩১ জন আক্রান্ত হয়েছেন।
ডা. মো. খাইরুজ্জামান জানান, নতুন ৮ জনসহ এ পর্যন্ত জেলায় ৪২৪ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬০১ জন।
শিহাব খান/এমএসআর