কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাস পুকুরে পড়ে ৭ জন নিহত হয়েছেন। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার কমিশনার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও দুই শিশু। আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার হাজেরা বেগম (৫৫), পূর্ণিমা (৩০) ও পূর্ণিমার শিশুসন্তান স্বার্থক (২) এবং ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দীকি ঢাকা পোস্টকে হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার পর দুই শিশুর মৃত্যু হয়। 

মুহিববুল্লাহ মুহিব/এসপি/জেএস