রাকিব হোসেন

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই প্রথম একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাকিব হোসেন (১৮) নামে ওই যুবক ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি কচুয়া উপজেলার বড়ইগাঁও রঘুনাথপুর গ্রামের শফিউল্যাহর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাকিব ঢাকায় থাকাবস্থায় জ্বরে ভুগছিলেন। পরে গ্রামের বাড়িতে আসলে পরিবারের লোকজন ১৩ আগস্ট সন্ধ্যায় ডেঙ্গু সন্দেহে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

এ সময় কর্তব্যরত চিকিৎসক রাকিবকে হাসপাতালে ভর্তি দেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল শনিবার পরীক্ষানিরীক্ষা শেষে তার শরীরে ডেঙ্গু শনাক্ত আসে।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, সে ঢাকা থেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁদপুর এসেছে। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সে বর্তমানে শারীরিকভাবে ভালো আছে।

শরীফুল ইসলাম/এমএসআর