ঠাকুরগাঁওয়ের আলোচিত মিলি হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও বিএনপির নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় সিআইডির তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, রাতে শহরের কালিবাড়ী মোড় থেকে আমিনুল ইসলাম সোহাগকে আটকের পর পরই মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে রাহুলকে মামলার তদন্তের স্বার্থে আটক করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

৮ জুলাই শহরের মোহাম্মদ আলী সড়কের পাশে মিলি চক্রবর্তী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর দুই দিন পর ১০ জুলাই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। ৫ আগস্ট মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

নাহিদ রেজা/এমএসআর/ওএফ