খোদেজা আক্তার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভুট্টা গ্রামের খোদেজা আক্তার (৬৮)। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে টিকা নিতে তিনি গিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাকে টিকাও দেওয়া হয়েছে। তবে একটি নয়, পাঁচ মিনিটের ব্যবধানে তাকে পুশ করা হয়েছে সিনোফার্মের দুই ডোজ টিকা। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সকালে টিকাদান কক্ষে গেলে ওই বৃদ্ধাকে টিকা পুশ করা হয়। তখন তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। সেখানে মানুষের ভিড় থাকায় পাঁচ মিনিটের মধ্যে আবারও আরেকটি টিকা তাকে পুশ করা হয়। এর পর বৃদ্ধার শরীরে কাঁপুনি শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খোদেজা আক্তার জানান, একটি টিকা নিয়ে শরীর দুর্বল লাগায় বসে ছিলেন। এর মধ্যে হঠাৎ আরকেটি টিকা তার শরীরে পুশ করা হয়। বৃদ্ধার জামাতা আবদুল বারেক বলেন, দুটি টিকা নেওয়ার পর শরীরের প্রচণ্ড কাঁপুনি শুরু হলে লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান শাহীন বলেন, টিকাদান কক্ষে মানুষের প্রচুর ভিড় ছিল। এ জন্য ভুলক্রমে হয়তো ঘটনাটি ঘটে গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি এবং ওই বৃদ্ধাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

উবায়দুল হক/এমএসআর