বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার ২ জন, অন্য জেলার ১ জন বাসিন্দা ও উপসর্গে মৃত্যু হয়েছে ৫ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৩ জন, সুস্থ হয়েছেন ১২৮ জন।
বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
বিজ্ঞাপন
করোনায় মৃত বগুড়ার বাসিন্দারা হলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোনাতলা উপজেলার রাবেয়া বেগম (৫৩) ও সদরের ইমতাজুর রহমান (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে অন্য জেলার একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জেলা বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ২ জন করোনায় মারা যাওয়ায় সরকারিভাবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬০৬ জনে।
ডা. তুহিন জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল ও বেসরকারি টিএমএসএস হাসপাতালে (৯ আগস্ট) ফলাফল অনুযায়ী ৪২৬টি নমুনার মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ এসেছে। এতে শনাক্তের হার ১৭ দশমিক ১৩ ভাগ। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫১ জন, কাহালুর ৫ জন, শিবগঞ্জের ৪ জন, শাজাহানপুরের ৪ জন, গাবতলীর ৩ জন, ধুনট, শেরপুর ও সারিয়াকান্দির ২ জন করে করোনায় শনাক্ত হয়েছেন।
ডা. তুহিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৮ জন। জেলায় নতুন আক্রান্তদের নিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ২১৬ জন। বর্তমানে বগুড়ায় ১ হাজার ১৫৭ জন করোনা পজিটিভ রোগী অবস্থান করছেন।
বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে ৪৫২ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছে। তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও কলেজ হাসপাতালে ২১২ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ১৫৩ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন।
সাখাওয়াত হোসেন জনি/এনএ